প্রথম পাতা খবর প্রয়াত সংবাদপাঠিকা ছন্দা সেন

প্রয়াত সংবাদপাঠিকা ছন্দা সেন

210 views
A+A-
Reset

কলকাতা: প্রয়াত সংবাদপাঠিকা ছন্দা সেন। বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।

হৃদ্‌যন্ত্রের কিছু সমস্যায় ভুগছিলেন ছন্দা সেন। সমস্যা ছিল চোখেও। গত একবছরে বারবার অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম-এ। সেখানেই তিনি প্রয়াত হন।

ছন্দা সেন পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজে। পড়াশোনা শেষ করার পর ১৯৭৪ সালে সংবাদপাঠক হিসাবে তিনি আকাশবাণী কলকাতার সংবাদবিভাগে যোগ দেন। পরের বছর কলকাতা দূরদর্শন চালু হলে তাঁকে সংবাদপাঠক হিসাবে সেখানে নিয়ে আসা হয়। শুরু থেকেই তাঁর সংবাদপাঠে আকৃষ্ট হন শ্রোতা-দর্শকরা। মুগ্ধ করেছিল দর্শকদের। ২০০৬ সালে তিনি অবসর নেন।

এখন টিভিতে সংবাদপাঠের ধরনটাই অন্যরকম। উচ্চকিত, কর্ণবিদারী। কিন্তু তখন সংবাদপাঠ ছিল চাকচিক্যহীন। কিন্তু সংবাদপাঠ করতে গিয়ে যেখানে যে ভাবটি প্রকাশ করতে হয়, সেই ভাব প্রকাশ করতে কোনো ত্রুটি রাখতেন না তখনকার দিনের সংবাদপাঠকেরা। ছন্দা সেন ছিলেন এঁদেরই একজন। একেবারেই অন্য আঙ্গিকে সংবাদ পরিবেশন করতেন। সেই স্মৃতি আজও জাজ্বল্য প্রবীণদের মনে। এভাবেই সংবাদশ্রোতাদের মধ্যে বেঁচে থাকবেন ছন্দা সেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.