189
হুগলিতে আরও একটি নতুন উন্নয়ন পর্ষদ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। এর ফলে তারকেশ্বরের পর জেলায় আরও একটি বিশেষ উন্নয়ন পর্ষদ গড়ে উঠছে।
প্রশাসনিক মহলের দাবি, স্থানীয় মানুষের বহুদিনের দাবি ছিল জয়রামবাটি-কামারপুকুর এলাকায় একটি পৃথক উন্নয়ন পর্ষদ। রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীর স্মৃতিবিজড়িত এই দুটি স্থান বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে আসেন। নতুন উন্নয়ন পর্ষদ গঠনের ফলে পরিকাঠামো উন্নয়ন, পর্যটনের বিস্তার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিশা আসবে বলে মনে করা হচ্ছে।