267
শনিবার বেলার দিকে ফের আত্মহত্যার চেষ্টা মেট্রো রেল লাইনে। সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ফলে আবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা।
দুপুর ১১টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে উদ্ধারের চেষ্টা শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। আপ এবং ডাউন— দুই লাইনে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় চলাচল।
বর্তমানে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা আংশিকভাবে চালু রয়েছে। পুরো পথজুড়ে পরিষেবা বন্ধ থাকায় স্টেশনগুলিতে প্রচণ্ড ভিড় ও চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ হলেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। আপাতত মাইকে ঘোষণা করে যাত্রীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।