কলকাতা: সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। রাতভর অবস্থান করবেন। সেখানে পৌঁছে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেখানে পৌঁছতেই প্রাক্তন বিচারপতিকে দেখে উঠল গো-ব্যাক স্লোগান।
অভিজিৎকে দেখেই তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন প্রতিবাদীরা। কয়েকজন মিলে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মাইকিং করে বলে হতে থাকে, “একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব এখান থেকে চলে যেতে। আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেবেন না।” সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান অভিজিৎ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখানে কোনও রাজনৈতিক নেতা হিসাবে আসেননি। এমনকী তাঁর দলও জানে না তিনি এখানে এসেছেন। আন্দোলনকারীদের পাশে থাকতেই লালবাজার গিয়েছেন অভিজিৎ।