স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ছবি: রাজীব বসু
কলকাতা: রাজ্যের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সকালে তাঁরা রাষ্ট্রপতিকে মেল করে তাঁদের সমস্যার সমাধানে হস্তক্ষেপের আবেদন জানান। মেলের প্রতিলিপি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নড্ডাকেও পাঠানো হয়েছে।
জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বৈঠক নির্ধারিত থাকলেও, শর্তের জটিলতায় সেই বৈঠকটি ভেস্তে যায়। বৈঠক ব্যর্থ হওয়ায় ডাক্তারদের আন্দোলন এখনও চলছে এবং তাঁদের দাবি পূরণের বিষয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।
জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও পর্যন্ত তাদের আবেদনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে, অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এই অচলাবস্থার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে স্বাস্থ্য পরিষেবার অবনতি ঘটেছে, যা দ্রুত সমাধানের জন্য সরকারের ওপর চাপ বাড়ছে।
এই চিঠি পাঠানোর প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাঁরা নবান্ন পর্যন্ত গিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে তাঁরা মনে করছেন এই অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া একান্ত প্রয়োজন।