প্রথম পাতা খবর আজই পদত্যাগ! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ভূয়সী প্রশংসা মমতার

আজই পদত্যাগ! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ভূয়সী প্রশংসা মমতার

606 views
A+A-
Reset

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বললেন,

আজ, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এ দিনই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন তিনি। ইস্তফা দেওয়ার পরে সাংবাদিক বৈঠক করবেন বিচারপতি। জানা গেলেও যেতে পারে, বিচারপতি পদ ছাড়ার পর কোন দলে যোগ দিচ্ছেন তিনি?

এই আবহেই বিচারপতি গঙ্গোপাধ্যায় টিভি৯ বাংলার কাছে বলেন, “আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন সরল মহিলা। দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গিয়েছেন। কংগ্রেসের বীরেরা যখন পালিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “অনেকবার তাঁকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল ভোটের বাক্সে। তাঁরা গর্জন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। আর সরল যেটা বলছি, তিনি তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনও আক্রমণ করি না।”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়ে বিপাকে পড়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ঘ‌টনার গতিপ্রকৃতি বলছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরের তমলুক অথবা উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনও নিজে মুখে বিষয়টি স্পষ্ট করেননি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.