কলকাতা: বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।
এর আগে ৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছিল। এ দিন আরও ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় রইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে মোট ১৯৩ জনের চাকরি বাতিল করা হল।
উল্লেখ্য, প্রাথমিকে ২৬৮ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ২৬৮ জন। নিজেদের বক্তব্য পেশ করার জন্য ২৬৮ জনকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, প্রত্যেককে যোগ্য হিসেবে চাকরি পাওয়ার প্রমাণ দিতে হবে।
তার পর ৫৪ জন প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছেন বিচারপতি। আজ ফের ১৪০ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, দু’দিনে ১৯৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।