প্রথম পাতা খবর সোমবারই শপথ নিচ্ছেন সূর্য কান্ত, দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন হরিয়ানার এই আইনবিদ

সোমবারই শপথ নিচ্ছেন সূর্য কান্ত, দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন হরিয়ানার এই আইনবিদ

45 views
A+A-
Reset

সোমবার দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান বিচারপতি বিআর গবইয়ের অবসরের পর দেশের ৫৩তম প্রধান বিচারপতি (CJI) হিসাবে শপথ নেবেন তিনি। দিল্লিতে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদায়ী সিজেআইয়ের সুপারিশের ভিত্তিতে বিচারপতি কান্তকেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি।

১৯৬২ সালে হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বিচারপতি সূর্য কান্তের। ১৯৮৪ সালে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। প্র্যাকটিসের প্রয়োজনে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট কেন্দ্র করে গড়ে তোলেন তাঁর আইনজীবী জীবন।

২০০০ সালে মাত্র ৩৮ বছর বয়সে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন তিনি।
২০০৪ সালের ৯ জানুয়ারি তাঁকে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে— এই সময়ে তিনি দায়িত্ব সামলান হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে। পরের মাসেই, ২০১৯ সালের ২৪ মে, বিচারপতি কান্ত সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন।

২০২৪ সালের নভেম্বর থেকে তিনি সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এবার দেশের বিচারব্যবস্থার সর্বোচ্চ পদে বসতে চলেছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.