প্রথম পাতা খবর কাকদ্বীপে শিক্ষক পেটানোয় তৃণমূল নেতা গ্রেফতার, ক্যানিং স্টেশন থেকে পুলিশের জালে অভিযুক্ত

কাকদ্বীপে শিক্ষক পেটানোয় তৃণমূল নেতা গ্রেফতার, ক্যানিং স্টেশন থেকে পুলিশের জালে অভিযুক্ত

119 views
A+A-
Reset

কাকদ্বীপে শিক্ষকের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা ত্রিদিব বাড়ুইয়ের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে হারউড পয়েন্ট থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই ক্যানিং স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত গতকাল। অভিযোগ, স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সদস্য ত্রিদিব বাড়ুই স্কুলের মধ্যে প্রবেশ করে শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর পড়ুয়াদের সামনেই করিডর দিয়ে কার্যত হিড়হিড় করে টেনে নিয়ে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে নিয়ে গিয়ে চলে বেধড়ক মারধর। গোটা ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

প্রসঙ্গত, এটি প্রথম ঘটনা নয়। এর আগে এপ্রিল মাসেও ওই একই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষকের পরিবার স্কুল সংলগ্ন এলাকাতেই থাকেন। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, অভিযোগ দায়েরের পর সারাদিন বেপাত্তা ছিলেন ত্রিদিব বাড়ুই। খোঁজ মিলছিল না তাঁর বাড়িতেও। শোনা যাচ্ছিল, তিনি চাঁদা তুলতে গিয়েছেন। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

এই ঘটনায় ক্ষুদ্ধ দল। এখন দেখার, দলের তরফে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.