প্রথম পাতা খবর নবতিপর মা-সহ কাকলির পরিবারকে শুনানিতে ডাক কমিশনের! ‘হেনস্তা’র অভিযোগে তীব্র ক্ষোভ সাংসদের

নবতিপর মা-সহ কাকলির পরিবারকে শুনানিতে ডাক কমিশনের! ‘হেনস্তা’র অভিযোগে তীব্র ক্ষোভ সাংসদের

47 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। শুনানি পর্বে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। নথি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে মোট চার সদস্যকে— সাংসদের মা, দুই ছেলে ও বোনকে। এমনকি বাদ যায়নি তাঁর বৃদ্ধা মা-ও।

ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন যা ইচ্ছা করছে। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এমনভাবে ডাকা হলে সাধারণ মানুষের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে, তা বোঝাই যাচ্ছে।”

কারা নোটিস পেলেন?

  • সাংসদের মা ও বোন — ভোটার বারাসতের মধ্যমগ্রামে
  • দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ — পেশায় চিকিৎসক, ভোটার কলকাতায়

যদিও ঠিক কোন কারণে শুনানিতে ডাকা হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। অনুমান, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান নথির মিল না থাকায় এই পদক্ষেপ। কমিশন সূত্রে ইঙ্গিত, যাঁদের তথ্য ‘ম্যাপিং’ হয়নি, তাঁদেরই শুনানিতে ডাকা হচ্ছে।

আজ থেকেই শুরু শুনানি পর্ব

শনিবার থেকে বিশেষ সংশোধনী শুনানির প্রথম দফা শুরু হয়েছে। যাঁরা আগের নথি বা আত্মীয়তার প্রমাণ দিতে পারেননি, তাঁদের উপস্থিতির নির্দেশ। সেই তালিকাতেই স্থান পেয়েছে কাকলির পরিবারের ৪ সদস্য।

এই বিষয়ে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন সাংসদ— এমনটাই দলীয় সূত্রের খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.