প্রথম পাতা খবর কালীপুজোয় কড়া অভিযান! নিষিদ্ধ বাজিতে গ্রেফতার ১৮৩ জন, বাজেয়াপ্ত ৮৫২ কেজি শব্দবাজি কলকাতায়

কালীপুজোয় কড়া অভিযান! নিষিদ্ধ বাজিতে গ্রেফতার ১৮৩ জন, বাজেয়াপ্ত ৮৫২ কেজি শব্দবাজি কলকাতায়

19 views
A+A-
Reset

কালীপুজোর রাতে কড়া অবস্থানে কলকাতা পুলিশ! সোমবার গভীর রাত পর্যন্ত শহরের নানা প্রান্তে অভিযান চালিয়ে ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ৮৫২ কিলোগ্রাম নিষিদ্ধ শব্দবাজি। আদালতের নির্দেশ অমান্য করে রাতভর বাজি পোড়ানোর অভিযোগে শহরের একাধিক জায়গা থেকে অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন,

“গতকাল রাতে অনেকেই অভিযোগ করেছেন, বিশেষ করে অ্যাডেড এরিয়া থেকে। একশোর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দীপাবলির রাতে শহরের বিভিন্ন জায়গায় টহল বাড়ানো হয়। নিষিদ্ধ বাজি ফাটানোর বিরুদ্ধে একাধিক থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র শব্দবাজি নয়—অন্য অপরাধেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি বাজি।

কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মঙ্গলবার সকালে গড়ে ১৬৬, যা “মাঝারি দূষণ” (Moderate) স্তরে পড়ে।
তবে সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে AQI ৩৭৩-এ পৌঁছে যায়, যা ‘গুরুতর’ (Severe) দূষণের ইঙ্গিত দেয়।

সিপি মনোজ বর্মা দাবি করেছেন,

“দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য বছর কিংবা অন্যান্য মেট্রো শহরের তুলনায় এবছর কলকাতায় দূষণ কম। পুলিশ ও নাগরিকদের সহযোগিতাতেই এই সাফল্য।”

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা ভারতের “নিরাপদ” শহরগুলির তালিকায় রয়েছে।
পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র জানিয়েছেন,

“উত্তরে হওয়ার কারণে অনেক সময় অন্যান্য রাজ্যের দূষণ পশ্চিমবঙ্গে চলে আসে। সেটাই কিছু ক্ষেত্রে দূষণ বাড়ার অন্যতম কারণ। দিল্লি ও মুম্বইয়ের তুলনায় কলকাতার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। সহনাগরিকরা আমাদের আবেদনে সাড়া দিচ্ছেন, এটা ইতিবাচক দিক।”

কলকাতা পুলিশ জানিয়েছে, এবার কালীপুজো ও দীপাবলির সময়ে বিশেষ নজরদারি চালানো হয়েছে শহরের ৯টি ডিভিশনে। প্রতিটি থানায় মোতায়েন ছিল মোবাইল টহলদারি দল। শব্দবাজির উৎস শনাক্তে ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।

দূষণ রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে পরিস্থিতি, তবে গভীর রাতে শব্দবাজির তাণ্ডবের ছবি থেকেই যাচ্ছে উদ্বেগের কারণ। পরিবেশবিদদের মতে, নাগরিক সচেতনতা বাড়লে তবেই “সবুজ” দীপাবলির স্বপ্ন সফল হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.