কলকাতা: দু’মাস রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার পক্ষে ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই অভিমতকে কেন্দ্র করে দলের অন্দরেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
এই অভিমতের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে থেকে কারও ব্যক্তিগত কোনও মত থাকতে পারে না। অনেক বিষয়ে আমারও ব্যক্তিগত মত আছে। দলীয় শৃঙ্খলার কারণেই তা প্রকাশ্যে বলা যায় না।’’
সাংসদের এই মন্তব্যের পরই মুখ খোলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, , ‘‘দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছেন অভিষেক। অভিষেকের মতো নেতা কিছু বললে দলের সাধারণ সৈনিক হিসেবে তা আমাদের চুপ করে শোনা উচিত। কোনও মন্তব্য করার আগে সব দিক ভেবে দেখা উচিত।’’ তিনি আরও বলেন সাংসদের এই মন্তব্য নজরে রাখছে দল।
তবে এর পর কুণালকে পাল্টা দিতে ছাড়েননি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। আমি অন্য কাউকে নেতা বলে মানি না। আমি তো জেল থেকে মমতাকে আক্রমণ ককিনি প্রিজন ভ্যান থেকে আক্রমণ করিনি।’’