আট বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন। বাঁচল আপ শিয়ালদহ থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোর ট্রেনের কয়েকশো যাত্রীর জীবন বাঁচায় সে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও। গোটা গ্রাম গর্বিত মুরসালিমকে নিয়ে।
রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদহ জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। ওই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ছাত্র মুরসালিম। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় খুদে। তার মনে প্রশ্নে জাগে, রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? ভাবতে ভাবতে পরনের লাল টি-শার্টটা খুলে ফেলে পঞ্চম শ্রেণির পড়ুয়া। সেটা মাথার উপর ঘোরাতে ঘোরাতে এগিয়ে যায় ট্রেনের দিকে।
দূর থেকে লাল সংকেত দেখে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি মাঝপথে থামিয়ে দেন। তারপর ট্রেন থেকে নেমে মুরসালিমের কথামতো লাইনের দিকে তাকাতেই তিনি দেখতে পান, লাইনের পাশে মাটি সরে গিয়েছে। এরপর খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান এবং আপ লাইনটি মেরামতি করেন। তারপর আবার ট্রেনটি সুষ্ঠুভাবে গন্তব্যের দিকে রওনা দেয়।
মুরসালিম জানায়, “আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ রেল লাইনের ধারে দেখলাম কিছুটা মাটি সরে হয়েছে। একটা খাল মতো হয়ে গিয়েছে। আমার গায়ে একটা লাল গেঞ্জি ছিল। ওটা খুলে আমি ড্রাইভারের দিকে দেখানোর চেষ্টা করি। এরপর ট্রেনটি থেমে যায়। ড্রাইভার এসে দেখে লাইনে গণ্ডগোল আছে। আমাকে ড্রাইভার কাকু খুব বাহবা দেয়।”