প্রথম পাতা খবর কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে ধৃত ২

কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে ধৃত ২

382 views
A+A-
Reset

ডেস্ক: গড়িয়াহাটে সুবীর চাকি খুনের তদন্তে নেমে আজ ডায়মন্ড হারবার থেকে এক মহিলা ও তাঁর ছেলেকে আটক করেছে কলকাতা পুলিশের হোমিসাইড (Homicide) শাখা। ধৃত মিঠু হালদার ও তাঁর ছেলে সুভাষ হালদারকে আটক করেছে পুলিশ। ধৃতরা সম্পর্কে মা ও ছেলে। এর মধ্যে লক্ষ্মীদেবী সুবীরবাবুর বাড়ির প্রাক্তন পরিচারিকা।


গত রবিবার গড়িয়াহাটের কাকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হন কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল৷ ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা৷ প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল, খুনের পিছনে পরিচিত কেউ জড়িত৷জোড়া খুনের তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যান তদন্তকারীরা৷ বাড়ি থেকে বেরিয়ে বালিগঞ্জ স্টেশনে চলে গিয়েছিল পুলিশ কুকুর৷

আরও পড়ুন: আজও জামিন পেলেন না শাহরুখ পুত্র

তার থেকেই গোয়েন্দাদের অনুমান হয়, সম্ভবত ট্রেনে করেই ফিরে গিয়েছে আততায়ীরা৷ সেই সূত্রেই এ দিন ডায়মন্ড হারবারে পৌঁছন  তদন্তকারীরা৷ সেখান থেকেই অভিযুক্ত ওই মহিলা এবং তার ভাই ও ছেলেকে প্রথমে আটক করা হয়৷আজই তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। খুনের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


ধৃতদের সঙ্গে এই খুনের কী যোগ, তা অবশ্য এখনও স্পষ্ট করেনি পুলিশ৷ জানা গিয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত কাঁকুলিয়া রোডের ওই বাড়িতেই থাকতেন সুবীরবাবুর পরিবার৷ সেই সময় ওই বাড়িতেই পরিচারিকার কাজ করত অভিযুক্ত৷ পুলিশ সূত্রে খবর, আটক মহিলার বিরুদ্ধে এর আগেও অপরাধের অভিযোগ রয়েছে৷ ২০২০ সালে ভাই ও ছেলের সঙ্গে মিলে নিজের স্বামীকেই হাত পা বেঁধে খুনের চেষ্টা করে বলে অভিযোগ৷ তখন তাকে গ্রেফতারও করা হয়েছিল৷ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.