প্রথম পাতা খবর কাঁথি পুরভোটে বিজেপির তালিকায় নেই অধিকারী পরিবারের কোনও নাম

কাঁথি পুরভোটে বিজেপির তালিকায় নেই অধিকারী পরিবারের কোনও নাম

300 views
A+A-
Reset

এক সময়ে অধিকারী গড় হিসেবে পরিচিত ছিল কাঁথি। কিন্তু আজ সেই গড় অনেকটাই নড়বড়ে। অধিকারীদের সেই নিরঙ্কুশ আধিপত্য এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না।

এই ঘটনার সর্বশেষ প্রমাণ, এবার পুরসভার নির্বাচন হচ্ছে, অথচ কাঁথিতে কোথাও নেই একজনও অধিকারীর নাম। যার পরিষ্কার অর্থ দাঁড়ায়, নিজেদের গড়েই নেই কোনও অধিকারী প্রার্থী। যার একটাই মনে দাঁড়ায়, এবার কাঁথি পুরসভার বোর্ড গঠন যে দলই করুক না কেন, সেখানে কোনও ভাবেই থাকছে না কোনও অধিকারীর নাম।

কাঁথির পুরভোটে ইতিমধ্যেই প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা, যে তালিকায় নাম নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবারের কোনও সদস্যের। সোমবার বিজেপির প্রার্থী ঘোষণার পর দেখা যায়, এবারের পুরভোটে অধিকারী পদবীর কেউ বিজেপির টিকিট পাননি।

একটা সুদীর্ঘকাল কাঁথি পুরসভায় অধিকারীদের কেউ না কেউ চেয়ারম্যান হিসেবে থেকেছে। কখনও শিশির, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু গত সাড়ে তিন দশক ধরে ভিন্ন ভিন্ন সময়ে অধিকারী পরিবারের এই সব সদস্যরা কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বহাল ছিলেন।

এবার শিশির অধিকারীর বয়সজনিত কারণেই তাঁকে টিকিট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়ে ছিল। শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা। দিব্যেন্দু অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূল এর বিধায়ক। কিন্তু প্রশ্ন উঠছে তালিকায় সৌমেন্দুর নাম না থাকা নিয়ে। কেন রইল না প্রার্থী তালিকায় সৌমেন্দ্যুর নাম?‌ শোনা যাচ্ছে দাদা শুভেন্দু অধিকারীর পরামর্শেই নাকি ভাইকে রাখা হয়নি তালিকায়। অপর দিকে ফিরহাদ হকিম এর কটাক্ষ,হারার ভয়েই সৌমেন্দু এবার আর ভোটে দাঁড়াননি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.