প্রথম পাতা খবর কর্নাটকের ২২৪ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রী মোদীর

কর্নাটকের ২২৪ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রী মোদীর

242 views
A+A-
Reset

বুধবার সকাল ৭টা থেকে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের কাছে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্য জুড়ে ৫৮ হাজার ৫৪৫টি ভোট কেন্দ্রে মোট ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটাররা ২ হাজার ৬১৫জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন।

ভোটারদের মধ্যে ২ কোটি ৬৭ লক্ষ ২৮ হাজার ৫৩ জন পুরুষ, ২ কোটি ৬৪ লক্ষ ৭৪ জন মহিলা এবং ৪ হাজার ৯২৭ জন অন্যান্য। প্রার্থীদের মধ্যে ২ হাজার ৪৩০ জন পুরুষ এবং ১৮৪ জন মহিলা ও এক জন প্রার্থী অন্য লিঙ্গের। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রাজ্যে এ বার নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার ৫৫৮ জন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.