প্রথম পাতা খবর ফের রণক্ষেত্র সল্ট‌লেক, বাম ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা

ফের রণক্ষেত্র সল্ট‌লেক, বাম ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা

256 views
A+A-
Reset

কলকাতা: বৃহস্পতিবার মধ্যরাতে বিধাননগরের করুণাময়ীতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ করতে গিয়ে ফের পুলিশি বাধার মুখে বাম ছাত্র-যুবরা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে সল্টলেকে।

আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ীর এপিসি ভবনের সামনে থেকে তাঁদের সরিয়ে দেওয়ার পর শুক্রবার সকালে ফের নতুন করে অনশনস্থল খুঁজে নিলেন বিক্ষোভকারীরা। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাঁরা অবস্থান শুরু করেছেন। এ দিকে তাঁদের সমর্থনে করুণাময়ীর বিক্ষোভস্থলেই শুক্রবার দুপুরে প্রতিবাদ মিছিলে শামিল হন এসএফআই, ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে তাঁদের। কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। ডিওয়াইএফ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়।

সংবাদ মাধ্যমের কাছে মীনাক্ষী বলেন, “গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এই রাজ্যে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেলেন তাদের প্রতি মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল। আর যারা যোগ্য প্রার্থী তাদের ন্যায্য আন্দোলনকে মাঝরাতে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দিলেন। মানুষ সব দেখছে। আগামী ভোটে বিচার হবে”।

এই ঘটনার জেরে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় সল্টলেকে। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে র‌্যাফ। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশকর্মী।

আরও পড়ুন: টেটে ভুয়ো পরীক্ষার্থী রুখতে পদক্ষেপ, পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক ব্যবস্থার ভাবনা পর্ষদের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.