প্রথম পাতা খবর কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, এ বার কোন দিকে?

কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, এ বার কোন দিকে?

541 views
A+A-
Reset

কলকাতা: জল্পনা ছলছিল-ই। এ বার কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও।

কৌস্তভ বাগচীর দাবি, কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য তৃণমূলই বেশি গুরুত্বপূর্ণ। প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্বই নেই। সেই কারণেই দলত্যাগ বলে দাবি করেছেন কৌস্তভ বাগচী।

গত বছর গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। পরে যদিও জামিন পেয়ে যান। তবে আদালত থেকে বেরিয়েই সে সময় কৌস্তভ হুঙ্কার করেছিলেন, “যদি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করবেন, ততদিন পর্যন্ত মাথার চুল রাখবেন না।” এরপর মাথা মুণ্ডন করেন তিনি।

এর আগে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে কৌস্তভ এবং শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখা গিয়েছিল গতবছর সেপ্টেম্বরে। সেই সময় কৌস্তভকে প্রশংসায় ভরিয়েছিলেন শুভেন্দু। তখন থেকেই কৌস্তভের দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। পরে দুর্গাপুজোর সময় পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় কৌস্তভ বাগচীর সঙ্গে ফের দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এই আবহে কৌস্তভ এ বার বিজেপিমুখো হন কি না, সেদিকেই নজর রয়েছে সবার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.