সম্প্রতি বেশ কিছু বিতর্কিত ভিডিয়োর কারণে খবরে উঠে এসেছিল কেদারনাথ মন্দির। সেই প্রেক্ষিতে মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে।
মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি মন্দির চত্বরের বিভিন্ন স্থানে এই সংক্রান্ত বোর্ড লাগিয়েছে। নোটিশে বলা হয়েছে, মোবাইল ফোন নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন না, মন্দিরের ভিতরে কোনো ধরনের ছবি তোলা ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ এবং আপনারা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।
অন্য কয়েকটি বোর্ডে মন্দির ও মন্দির চত্বরে শালীন পোশাক পরতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, মন্দির চত্বরে তাঁবু বা শিবির স্থাপন করা শাস্তিযোগ্য অপরাধ। হিন্দি ও ইংরেজিতে লেখা এই বোর্ডে স্পষ্ট বলা হয়েছে যে, এমনটা করতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি, গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দিরে তৈরি এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল, যা নিয়ে তীর্থযাত্রী, সাধারণ ভক্ত এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আপত্তি তুলেছিলেন। ধর্মীয় স্থানে এই ধরনের কাজকে অন্যায় বলে নিন্দা করেছিলেন অনেকে।