বিশ্বকর্মা পুজোর দিন ফের প্রাণ কাড়ল নিষিদ্ধ চিনা মাঞ্জা। বাইকে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাক্তন সেনা জওয়ান গৌতম ঘোষের। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, বুধবার দুপুরে গৌতমবাবু বাইকে করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। উত্তর ২৪ পরগনার খড়দহের কাছে আচমকাই চিনা মাঞ্জায় কেটে যায় তাঁর গলা। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খড়দহ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চিনা মাঞ্জায় শহর ও শহরতলিতে আগেও বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মা ফ্লাইওভার-সহ একাধিক জায়গায় দুর্ঘটনার পর রাজ্য সরকার চিনা মাঞ্জা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। তবুও টাকার বিনিময়ে অবাধে মিলছে এই মারণ সুতো। আর সেই উদাসীনতাই ফের কেড়ে নিল এক নিরপরাধ প্রাণ।