প্রথম পাতা খবর IPL-2022 : জয় দিয়ে আইপিএল অভিযান শুরু নাইট ব্রিগেডের

IPL-2022 : জয় দিয়ে আইপিএল অভিযান শুরু নাইট ব্রিগেডের

278 views
A+A-
Reset

শনিবার সন্ধ্যায় আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে ব্যাটে বলে দাপট দেখিয়ে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেল নাইটরা।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইয়েলো ব্রিগেড। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ৪ টি বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডেভন কনওয়ে মাত্র ৩ রান করে আউট হয়ে যান।

রবিন উথাপ্পা ২৮ রান, আম্বাতি রায়াডু ১৫ রান, শিবম দুবে ৩ রান করে সাজঘরে ফেরেন। রবীন্দ্র জাডেজা ২৬ রান ও মহেন্দ্র সিং ধোনি ৫০ রান করে অপরাজিত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে উমেশ যাদব ২ টি, বরুণ চক্রবর্তী ১ টি, আন্দ্রে রাসেল ১ টি করে উইকেট নেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই।

এই রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার কলকাতার জয়ের পথ সহজ করে দেন। অজিঙ্কা রাহানে ৪৪ রান ও বেঙ্কটেশ আইয়ার ১৬ রান করে আউট হয়ে যান।

নীতিশ রানা ২১ রান, স্যাম বিলিং ২৫ রান করে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার ২০ রান ও শেলডন জ্যাকসন ৩ রান করে অপরাজিত ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ডোয়েন ব্র্যাভো ৩ টি ও মিচেল স্যান্টনার ১ টি করে উইকেট নিয়েছেন। ১৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয়ের হাসি হাসল নাইটরা।

সংক্ষিপ্ত স্কোর :

চেন্নাই সুপার কিংস – ১৩১/৫ (২০)

কলকাতা নাইট রাইডার্স – ১৩৩/৪ (১৮.৩)

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.