প্রথম পাতা খবর ১৬টি ঘাটে হাজার প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা কলকাতা পুরসভার

১৬টি ঘাটে হাজার প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা কলকাতা পুরসভার

318 views
A+A-
Reset

কলকাতা: আজ বিজয়া দশমী! উমার কৈলাসে ফেরার পালা। শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। সেই শারদোৎসবের সমাপ্তি পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিমা নিরঞ্জন। সমস্ত রকমেরই প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে কলকাতার ১৬টি গঙ্গার ঘাটেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি ঘাটেই রয়েছে ক্রেন। ঘাটে উপস্থিত কলকাতা পুরসভার স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মূলত বাড়ির প্রতিমাগুলিই বিসর্জন হবে বলে মনে করছেন পুরসভার আধিকারিকরা। তাই অনেক ক্ষেত্রেই তাঁদের ওপর চাপ কিছুটা হলেও কম থাকবে বলে মনে করছেন তাঁরা।

এই বিসর্জন প্রক্রিয়ায় গঙ্গা যাতে কোনো ভাবেই দূষিত না হয়, সেদিকেই নজর রাখা হচ্ছে। তাই নির্দেশ দেওয়া হয়েছে দুর্গা প্রতিমাগুলি জলে পড়লেই কাঠামোগুলি ক্রেন দিয়ে তুলে নিতে হবে।

জানা গিয়েছে, দশমীতে ১০০০-১২০০ প্রতিমা বিসর্জন হবে ধরেই প্রস্তুতি রাখা হয়েছে।

আরও পড়ুন: নবমীতে শহরের রাস্তায় জনস্রোত, রাত পোহালেই বিজয়া দশমী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.