প্রথম পাতা খবর কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে ভাইফোঁটা, কোথা থেকে এল ফোঁটার রীতি?

কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে ভাইফোঁটা, কোথা থেকে এল ফোঁটার রীতি?

774 views
A+A-
Reset

প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় পালিত হয় ভাইফোঁটা। এই রীতির উৎপত্তির কাহিনি যাই হোক না কেন, উদ্দেশ্য তো একটাই- ভাইয়ের মঙ্গলকামনা।

পুরাণ অনুসারে, আজকের দিনেই বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়ে অমরত্ব লাভ করেছিলেন মৃত্যুর দেবতা যমরাজ৷ তখন থেকেই ভাইফোঁটার প্রচলনের শুরু । আবার কেউ বলেন, দৈত্য নরকাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণর কপালে ফোঁটা দিয়েছিলেন বোন সুভদ্রা ৷ তখন থেকেই ভাইফোঁটার উৎপত্তি।

আরও একটি পৌরাণিক কাহিনিতে বলা হয়, এক সময় বালির হাতে পাতালে বন্দি ছিলেন বিষ্ণু। নারায়ণকে উদ্ধার করার জন্য লক্ষ্মী ভাই পাতিয়ে ফেলেন বালিকে। তাঁকে ফোঁটাও দেন লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। ফোঁটা পেয়ে লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী তখন বিষ্ণু তথা নারায়ণের মুক্তি চেয়ে নেন।

এ বছর ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ দু’দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে। এই দু’দিনই ভাইফোঁটা দেওয়া যাবে। যদি ১৪ নভেম্বর ফোঁটা দিতে না পারেন, তা হলে পরেরদিন অর্থাৎ আজ ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.