ডেস্ক: সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া শহর কলকাতাও। সল্টলেক, নিউটাউন, রাজারহাট-সহ একাধিক এলাকায় ঘন কুয়াশা পড়েছিল সকালে । ৫০০ মিটার পর থেকে দৃশ্যমানতা কম অর্থাৎ সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছিল।কিন্তু অগ্রহায়ণের শুরুতেও শীতের কোনও পাত্তা নেই৷ যদিও রাতের দিকে কিংবা ভোরের দিকে হালকা আমেজ থাকছে। আবহাওয়ায় নাটকীয় ভোলবদল৷ গত সপ্তাহের শেষের দিকে ঝপঝপ করে নামছিল তাপমাত্রার পারদ৷ কিন্তু সপ্তাহের শুরুর দিন থেকে পশ্চিমবঙ্গে হঠাৎ করেই শীতের (Cold) আমেজ উধাও।
এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভূতি মিলতে পারে। তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে।
আজ ও কাল বৃষ্টির (Rain) সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ওয়েদার আপডেট (Kolkata Weather) খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা কোচবিহার , আলিপুরদুয়ার এবং কিছুটা জলপাইগুড়িতে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা৷
সকাল থেকেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। কুয়াশার দাপট নেই। তবে উত্তুরে হাওয়া বইছে। তার প্রভাবে হালকা শীত শহরজুড়ে। নভেম্বরের তৃতীয় সপ্তাহেও সেই ঠাণ্ডা নেই উত্তরবঙ্গে। বৃষ্টির (Rain) পরেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে পারদ ধীরে ধীরে নামবে।