প্রথম পাতা খবর ৩১ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা

৩১ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা

230 views
A+A-
Reset

ডেস্ক: ৩১ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলা এবার ভারচুয়াল-ও। কলকাতার মেলা প্রাঙ্গনে না হাজির থেকেও সাক্ষী থাকা যাবে বইমেলার। কোভিড পরিস্থিতিতে বিদেশি দর্শকদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনটাই জানাল গিল্ড।এবারের কলকাতা বইমেলার থিম ‘বাংলাদেশ’। আমন্ত্রণ জানানো হবে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একইসঙ্গে উদযাপন হবে ভারতের স্বাধীনতার ৭৫ বছর।

আরও পড়ুন: গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ডিকশনারি


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিল, কলকাতা বইমেলা শুরু হবে ২০২২ সালের ৩১ জানুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দু’সপ্তাহ চলবে মেলা।  কোভিড পরিস্থিতির জেরে ২০২০ সালে বন্ধ ছিল বইমেলা। সেই মেলার থিম ছিল ‘বাংলাদেশ’। ২০২২ সালের বইমেলার থিম হচ্ছে সেই বাংলাদেশ-ই। উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ।  করোনাকালে গতবছর হয়নি কলকাতা বইমেলা। এবছর সেন্ট্রাল পার্কে মেলার আয়োজন করা হলেও স্টলগুলি হবে খোলামেলা। মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ নিষেধ। গিল্ডের ওয়েবসাইট ও সোশ্যাল সাইটে দেখা যাবে মেলার লাইভ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.