প্রথম পাতা খবর বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা, নজরদারিতে ৩ হাজারের বেশি পুলিশ

বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা, নজরদারিতে ৩ হাজারের বেশি পুলিশ

566 views
A+A-
Reset

কলকাতা: ক্রিসমাস ইভ ও বড়দিনে এ বার কলকাতার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ নিরাপত্তায় মোতায়েন হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবে কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুল্যান্স। প্রতিবারের মতো এ বারও পার্ক স্ট্রিটে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার।

ডিসেম্বরের শেষ সপ্তাহে পার্ক স্ট্রিট, এসপ্লানেড-সহ ময়দান চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। গোটা রাজ্য থেকেই উৎসবমুখর কলকাতামুখী হন সাধারণ মানুষ। বাইরে থেকেও আসেন প্রচুর পর্যটক। এই সময় শহরের আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বরাবরই জোর দিয়ে থাকে কলকাতা পুলিশ

লালবাজার সূত্রে খবর, ২৪ ডিসেম্বরও শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবেন ২ হাজার ৩০০-র মতো পুলিশকর্মী। রবিবার, ৩ জন ডিসি, ১০ জন এসি, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৩০০ জন এএসআই, ১৪৭২ জন হোমগার্ড, প্রায় ২০০ জন মহিলা পুলিশ ক্রিসমাস ইভে শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। ২৫ ডিসেম্বর, বড়দিনে দিন সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২০০ জন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটে যেমন জোন করে নিরাপত্তার বেষ্টনী তৈরি হচ্ছে, তেমনই শহরের বিভিন্ন চার্চ, কালীঘাটের মন্দির, চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো জায়গাগুলোতেও থাকছে নিরাপত্তা। নজরদারি চালানো হবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, মল্লিকবাজার-সহ শহরের একাধিক জায়গায়। এ ছাড়া বেলুড়, দক্ষিণেশ্বর ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.