প্রথম পাতা খবর শীতের ঝটকা: নভেম্বরেই ১৬ ডিগ্রিতে নেমে শহরে রেকর্ড ঠান্ডার সূচনা

শীতের ঝটকা: নভেম্বরেই ১৬ ডিগ্রিতে নেমে শহরে রেকর্ড ঠান্ডার সূচনা

17 views
A+A-
Reset

কলকাতা: নভেম্বরের তৃতীয় সপ্তাহেই শীত যেন একেবারে জাঁকিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে মহানগরে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। সাম্প্রতিক কালের রেকর্ড বলছে, এই সময়ে কলকাতায় এত কম তাপমাত্রা বহুদিন দেখা যায়নি। ফলে শীতের আগমনী হাওয়া এবার যে আগেভাগেই বইতে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এটি ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেই ডিপ্রেশন শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন তার অবস্থান হবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে।

যদিও রাজ্যে আপাতত কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে দফতর। আগামী দু’দিন রাজ্যের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিনে ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। ফলে শীতের আমেজ থাকলেও এখনই কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

শহরের রাস্তাঘাটে ইতিমধ্যেই সকালের দিকে হালকা কুয়াশা আর শীতল হাওয়ার স্পর্শে সাধারণ মানুষের মধ্যে শীতের অনুভূতি আরও স্পষ্ট। শীতপ্রেমীদের কাছে এই সময়টা যেন এক বিশেষ বার্তা—এই বছর শীতের ইনিংস বেশ মজবুতভাবেই শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.