প্রথম পাতা খবর BIG BREAKING: বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ

BIG BREAKING: বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ

260 views
A+A-
Reset

বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যাকাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই পৈশাচিক ঘটনার প্রকৃত বিচারের স্বার্থে এবং সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত আরও জানায়, এই ঘটনার তদন্তে সিবিআইকে সব রকম ভাবে সহযোগিতা করতে বাধ্য থাকবে রাজ্য পুলিশ। আগামী ৭ এপ্রিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রামপুরহাট গণহত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, বগটুই গ্রামের গণহত্যাকাণ্ডে স্বতপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট নিজেই। পাশাপাশি এই গণহত্যাকাণ্ডে দায়ের হয়েছিল আরও বেশ কয়েকটি জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে এই সমস্ত মামলার একত্রে শুনানি সম্পূর্ণ হয় গতকাল বৃহস্পতিবার। শুনানি সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার এই মামলার রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছিল আদালত। শেষ পর্যন্ত এই মামলার গতি প্রকৃতি দেখে যেমনটা মনে করা হচ্ছিল সেই মতোই এই গণহত্যাকাণ্ডে CBI তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

(বিস্তারিত আসছে…)

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.