রাজ্য পুলিশ দিয়ে নয়। কলকাতা পুরসভা সহ রাজ্যের সব পুরসভার ভোট করা হোক কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে। এমনটাই দাবি জানিয়ে মামলা দায়ের হয় আদালতে। কিন্তু রাজ্য পুলিশ দিয়েই পুরভোট হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা পুরসভার নির্বাচন সহ রাজ্যের সব পুরসভার নির্বাচন একইসঙ্গে করতে হবে বলে দাবি জানিয়ে আদালতে মামলা করেছিল বিজেপি। সেই মামলা ধোপে টেকেনি। বিজেপির আবেদনে কর্ণপাত করেনি আদালত। এরই পাশাপাশি পুরভোটের ক্ষেত্রে রাজ্য পুলিসে আস্থা না রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবি জানায় বিজেপি।
এই দাবিতে বিজেপি সরসরি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু পত্রপাঠ সেই মামলা ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই মামলার জন্য হাইকোর্ট উপযুক্ত। তাই আবেদন জানাতে হলে হাইকোর্টে আবেদন জানাতে হবে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলা ফের দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্রীয় বাহিনীর বিজেপির দাবিকে নস্যাৎ করে দিল কলকাতা হাইকোর্ট।
এই মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত জেনারেল ওয়াইজে দস্তুর আদালতকে জানান যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে প্রস্তুত রয়েছে কেন্দ্র। কিন্তু এর প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে বলেন, এটা কোনও জনস্বার্থের মামলা নয়। মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে এটা কখনোই বলা যায় না যে, রাজ্য পুলিশ তাদের কাজ ঠিকঠাক করছে না। উভয়পক্ষের সওয়াল জবাব শোনার পরেই এদিন আদালত এই মামলায় আদালতের রায় জানিয়ে দেয়।