এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রথম ম্যাচেই দাপট দেখাল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে শক্তিশালী ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল বিনো জর্জের দল।
ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা
শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে লড়াই। সুযোগ পেয়েছিল ইউনাইটেড কলকাতাও। ম্যাচের ২৯ মিনিটে সমীর বায়েন গোলের সামনে একা পেয়ে যান, তবে ইস্টবেঙ্গল গোলকিপারের দ্রুততা তাঁকে আটকে দেয়। পাল্টা আক্রমণে ৩৬ মিনিটে বিষ্ণুও সুযোগ হাতছাড়া করেন।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) আমন সিকের ভাসানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন নসিব রহমান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে অসাধারণ ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করেন পিভি বিষ্ণু। এরপর মনোতোষ মাঝি সুযোগ পেলেও গোল আসেনি। তবে ৬৮ মিনিটে গুইতের গোলে ব্যবধান ৩-০ হয়ে যায়। আর সেখানেই কার্যত নিশ্চিত হয়ে যায় ইস্টবেঙ্গলের জয়।
এদিন সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায় কার্ড ও চোট সমস্যার কারণে খেলতে পারেননি। সুমন দে-ও পুরোপুরি ফিট ছিলেন না। তবুও মাঠে তাঁদের অনুপস্থিতি বুঝতে দেননি বিষ্ণু, ডেভিডরা।

ডায়মন্ড হারবার এফসি বনাম সুরুচি সংঘ
চ্যাম্পিয়নশিপ রাউন্ডের অপর ম্যাচে বড় জয় পেল ডায়মন্ড হারবার এফসি। ১৬ মিনিটে শৈবোরলাং খার্পন দলকে এগিয়ে দেন। ৩৭ ও ৪০ মিনিটে আকিব নবাবের পরপর দুটি গোল ব্যবধান বাড়ায়। শেষমেশ ৭০ মিনিটে অমরনাথ বাসকের গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার।
ছবি ও প্রতিবেদন: সঞ্জয় হাজরা