প্রথম পাতা খবর ১৩ সেপ্টেম্বর থেকে উইকেন্ডেও মিলবে নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো পরিষেবা

১৩ সেপ্টেম্বর থেকে উইকেন্ডেও মিলবে নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো পরিষেবা

55 views
A+A-
Reset

শনিবার ও রবিবারও এবার চলবে নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরিষেবা, শনিবার ৪৪ ও রবিবার ৪০টি মেট্রো চলবে ৩৫ মিনিট অন্তর।

প্রতিবেদন (বাংলা):
কলকাতা মেট্রো এবার আরও এক ধাপ এগোল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবারও চালু হচ্ছে নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো পরিষেবা। এতদিন শুধুমাত্র কর্মদিবসেই চলাচল করত এই নতুন রুটের মেট্রো। যাত্রীদের চাহিদা এবং ভিড়ের চাপ বিবেচনা করেই সপ্তাহান্তে পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার মিলবে ৪৪টি মেট্রো (আপ–ডাউন মিলিয়ে) এবং রবিবার মিলবে ৪০টি মেট্রো। দুই দিনই পরিষেবা পাওয়া যাবে ৩৫ মিনিট অন্তর।

  • শনিবার মেট্রো চালু থাকবে সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত।
  • রবিবার পরিষেবা চলবে সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত।

গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধনের পর ২৫ অগস্ট থেকে যাত্রী পরিষেবা শুরু হয়েছিল নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো রুটে। মাত্র কয়েক দিনের মধ্যেই প্রতিদিন ৭ হাজারের বেশি যাত্রী এই লাইনে যাতায়াত করছেন।

ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। শিয়ালদহ–বনগাঁ লাইনের ট্রেনযাত্রীরা এখান থেকে মেট্রো ধরছেন বিমানবন্দরের পথে। পাশাপাশি নতুন সংযোগের ফলে বিমানবন্দর থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা এখন অনেক সহজ— নোয়াপাড়া ও এসপ্ল্যানেডে বদল করেই গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া সম্ভব।

যদিও মাঝে মধ্যে মেট্রোর পুরনো ব্লু লাইনে প্রযুক্তিগত সমস্যায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে সপ্তাহান্তে ইয়েলো লাইনের পরিষেবা চালুর সিদ্ধান্তে যাত্রীদের স্বস্তি বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.