প্রথম পাতা খবর দুর্গাপুজোর মুখে বড় ধাক্কা! বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাত ১০:৪০-এর শেষ মেট্রো

দুর্গাপুজোর মুখে বড় ধাক্কা! বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাত ১০:৪০-এর শেষ মেট্রো

98 views
A+A-
Reset

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে মেট্রো রুট। প্রতিদিন বাড়ছে যাত্রীর সংখ্যা। এর মধ্যেই নেমে এল খারাপ খবর— ব্লু লাইনের রাত ১০:৪০-এর শেষ মেট্রো পরিষেবা বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বুধবার থেকেই এই নতুন নিয়ম চালু হবে।

দুর্গাপুজোর মুখে নেওয়া এই সিদ্ধান্তে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ অনেকেই রাতের শেষ মেট্রোর উপরে নির্ভর করেন— কেউ ব্যবসা করে বাড়ি ফেরেন, কেউ বাজার সেরে। হঠাৎ এই পরিবর্তনে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ফলে রাতের ওই শেষ মেট্রো বন্ধ করতে হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দমদমগামী রাত ১০:৪০-এর মেট্রো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল, সেটাই আপাতত বন্ধ থাকবে।

তবে যাত্রীরা পুরোপুরি শেষ মেট্রোবঞ্চিত হচ্ছেন না।

  • দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৮ মিনিটে
  • অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৩৪ মিনিটে

যাত্রী পরিবহণে নতুন রেকর্ড

মেট্রোর তরফে দাবি করা হয়েছে, সোমবার গোটা শহরের সমস্ত করিডর মিলিয়ে ৮ লক্ষেরও বেশি মানুষ যাত্রা করেছেন।

  • শুধুমাত্র ব্লু লাইনে যাত্রীর সংখ্যা ৫.৮৪ লক্ষ
  • গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর V–হাওড়া ময়দান) যাত্রী হয়েছেন ২ লক্ষেরও বেশি
  • ইয়েলো লাইনে ৭,০০০,
  • অরেঞ্জ লাইনে ৫,৫০০,
  • পার্পেল লাইনে ৬,৭০০ জন যাত্রী ভ্রমণ করেছেন।

যখন প্রতিদিন যাত্রীর সংখ্যা বাড়ছে, তখনই রাতের শেষ মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে। দুর্গাপুজোর আগে এই পরিবর্তন কতটা সমস্যার সৃষ্টি করে, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.