81
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় প্রতি বছরই প্যান্ডেল হপিংয়ের সুবিধার্থে বিশেষ পরিষেবা চালায় কলকাতা মেট্রো। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর চলবে মেট্রো। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত সময়সূচি জানিয়ে দিল কর্তৃপক্ষ।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম)
- পঞ্চমী: সকাল ৮টা – রাত ১১টা (৬–৭ মিনিট অন্তর)
- ষষ্ঠী: সকাল ৯টা – রাত ১১টা (৬–৭ মিনিট অন্তর)
- সপ্তমী: দুপুর ১টা – ভোর ৪টা (৬–৭ মিনিট অন্তর)
- অষ্টমী: দুপুর ১টা – ভোর ৪টা (৬–৭ মিনিট অন্তর)
- নবমী: দুপুর ১টা – ভোর ৪টা (৬–৭ মিনিট অন্তর)
- দশমী: দুপুর ১টা – রাত ১০টা (৮ মিনিট অন্তর)
গ্রিন লাইন (সেক্টর ফাইভ – হাওড়া ময়দান)
- পঞ্চমী: (আপ) সকাল ৭.৩০ – রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ – রাত ১১.১৬
- ষষ্ঠী: (আপ) সকাল ৯টা – রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ – রাত ১১.২০
- সপ্তমী: (আপ) দুপুর ১.৩০ – ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ – ভোর ৪.১৮
- অষ্টমী: (আপ) দুপুর ১.৩০ – ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ – ভোর ৪.১৮
- নবমী: (আপ) দুপুর ১.৩০ – ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ – ভোর ৪.১৮
- দশমী: (আপ) দুপুর ১টা – রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ – রাত ১০.৩২
রাতভর চলাচল
সপ্তমী থেকে নবমী পর্যন্ত কলকাতার উত্তর-দক্ষিণ করিডর এবং পূর্ব-পশ্চিম করিডরে সারারাত মেট্রো চলবে। প্রতি ৬ থেকে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্যান্ডেল হপারদের স্বস্তি
দুর্গাপুজোর দিনগুলোতে শহরের অজস্র মানুষ রাতভর বের হন প্যান্ডেল হপিংয়ে। তাঁদের সুবিধার্থেই এই বিশেষ মেট্রো পরিষেবা। ফলে পুজোর মূল চারদিনে যানজট এড়িয়ে মেট্রোতেই নির্বিঘ্নে ঘোরা যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।