প্রথম পাতা খবর পিলার অক্ষত, গুজবে কান না দেওয়ার পরামর্শ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

পিলার অক্ষত, গুজবে কান না দেওয়ার পরামর্শ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

277 views
A+A-
Reset

কলকাতা: মেট্রোর পিলারে ফাটল নিয়ে যে সব খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ার পর সমস্ত মেট্রো যাত্রীকে আশ্বস্ত করলেন মেট্রো কর্তৃপক্ষ।

পিলারে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং সেই কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর ছড়িয়েছিল কিছু সংবাদ মাধ্যম। সেই প্রেক্ষিতেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছু মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল যে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রোর পিলারে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে মেট্রোর পরিষেবায় সমস্যা হচ্ছে। এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে এই সেকশনে পিলার একেবারে নিরাপদ রয়েছে। সব দিক থেকে এগুলি নিরাপদ। এই সেকশনে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ট্রেন সময়সূচি অনুসারে চলবে। মেট্রো পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। মেট্রো পরিষেবায় কোথাও কোনো বাতিল করা হচ্ছে না।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, পিলারে ফাটলের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য খবর। এমন কোনো ঘটনা ঘটেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.