পুজোর আগে ফের ভোগান্তির আশঙ্কা তিলোত্তমায়। দক্ষিণ কলকাতায় এবার মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগেই বন্ধ ছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। এবার শহিদ ক্ষুদিরাম স্টেশনেও কমবে ট্রেন। বৃহস্পতিবার মেট্রো রেলওয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জানা গিয়েছে, ব্যস্ত সময়ে দুটি ট্রেনের মধ্যে ৫ মিনিট এবং অন্য সময়ে ৭ মিনিট ব্যবধান রাখা হবে। এই সিদ্ধান্তের পাশাপাশি মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সারানো, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সালের সুবিধা তৈরি এবং কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজেও নজর দিচ্ছে কর্তৃপক্ষ। মেট্রো রেলওয়ে জানিয়েছে, ধাপে ধাপে প্রতিটি সমস্যার সমাধান করা হবে।
তবে বৃহস্পতিবার কর্মব্যস্ত দিনে ফের বিপত্তি ঘটে মেট্রোয়। কবি সুভাষ স্টেশনের কাছে লাইনে সমস্যা হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রী নামিয়ে কবি সুভাষের দিকে যাচ্ছিল মেট্রো। সেখানে ডাউন লাইন থেকে আপ লাইনে রেক ঘোরানোর সময় লাইনের পয়েন্টে গণ্ডগোল দেখা দেয়।
ফলস্বরূপ, দুপুর ১টা ২০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে।