প্রথম পাতা খবর কলকাতায় সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, নিয়ম না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

কলকাতায় সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, নিয়ম না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

72 views
A+A-
Reset

কলকাতার দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। পুরসভার নির্দেশ, প্রতিটি প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডে শীর্ষে এবং বড় হরফে বাংলায় লেখা থাকতে হবে। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

সম্প্রতি অন্য রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তারই প্রেক্ষিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তৃণমূল কংগ্রেস সরব হয়। দলীয় অবস্থান অনুসারে পুরসভাও প্রশাসনিক ব্যবস্থায় বাংলা ব্যবহারে জোর দিয়েছে। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে উৎসবের মরসুমে ব্যবসায়ীদের বাড়তি চাপ না দিতে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোর পরে শহর জুড়ে পরিদর্শন চালানো হবে। যদি দেখা যায় কোনও দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সাইনবোর্ডে বাংলার ব্যবহার করছে না, তবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যে সব ব্যবসায়ী বাংলা ভাষায় হোর্ডিং দেবেন না, তাঁদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পুজোর সময় ব্যবসায়ীরা ব্যস্ত আছেন বলে কালীপুজোর পরে আমরা পরিদর্শনে নামব।”

শহরের ব্যবসায়ী মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া যথার্থ পদক্ষেপ। তবে বহু পুরনো সাইনবোর্ড বদলাতে গেলে খরচ ও সময় দুটোই বাড়বে বলে দাবি করেছেন কিছু ব্যবসায়ী। পুরসভার তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ ব্যবসায়ীদের চাপে ফেলার জন্য নয়, বরং কলকাতার সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়কে আরও উজ্জ্বল করতে।

পুরসভার এক আধিকারিক বলেন, “বাংলা এই শহরের প্রাণ। তাই সরকারি থেকে বেসরকারি, সর্বত্র বাংলার মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

কালীপুজোর পরে বিশেষ টিম শহরজুড়ে ঘুরে নিয়ম কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে। ফলে এবারের উৎসব মরসুম শেষে কলকাতার ব্যবসায়িক সাইনবোর্ডে এক নতুন চিত্র দেখা যাবে— যেখানে বাংলা ভাষা থাকবে শীর্ষে।

প্রসঙ্গত, এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষও। তিনি প্রস্তাব করেছেন, বাংলা হরফের মাপ নির্দিষ্ট করে দিলে নির্দেশিকা আরও কার্যকর হবে। একই সঙ্গে পুরসভার মাসিক অধিবেশনে ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রশ্ন করার নিয়ম চালু করেছেন চেয়ারপার্সন মালা রায়। এছাড়া বিল্ডিং বিভাগের প্ল্যান জমা দেওয়াতেও বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.