প্রথম পাতা খবর ফের ধাক্কা খেল বিজেপি, কলকাতা পুরভোটে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

ফের ধাক্কা খেল বিজেপি, কলকাতা পুরভোটে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

324 views
A+A-
Reset

কলকাতা পুরভোটে স্থগিতাদেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিজেপির সেই আবেদন ধোপে টিকলো না। কলকাতা হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করে স্পষ্ট জানিয়ে দিল, কলকাতা পুরসভা নির্বাচন হবে নির্দিষ্ট সূচী মেনেই।

কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার রায়ে ঠিক কী ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট, সেদিকেই আগ্রহ ভরে তাকিয়ে ছিল রাজ্যের মানুষ। আর মাত্রই তিনদিন পরে নির্বাচন। এমন একটা সময় যদি শেষ পর্যন্ত আদালত নির্বাচনের উপর স্থগিতাদেশ অথবা নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন সংক্রান্ত কোনও নির্দেশ জারি করে তাহলে সেটা অনেকের কাছেই মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিতে পারে। তাই এদিন সকাল থেকেই উৎকণ্ঠায় ছিল রাজ্যের রাজনৈতিক মহলের একটা বড় অংশ। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনও আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিল খুব স্বাভাবিকভাবেই।

বুধবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার রায় ঘোষণার সময় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যকে নির্দেশ দেন রাজ্যের বাকি পুরসভা গুলির নির্বাচন যত দ্রুত সম্ভব করতে হবে। এই মর্মে রাজ্যের অন্যান্য পুরসভা গুলির নির্বাচন ঠিক কবে করবে রাজ্য? সেই প্রশ্নও রাজ্যের কৌঁসুলির কাছে রাখেন বিচারতিদ্বয়।

আদালতের প্রশ্নের উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আগামী ১৯ডিসেম্বর এর পরেই এই সংক্রান্ত দিন ক্ষণ আদালতকে জানাবে রাজ্য। এরপর এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৩ ডিসেম্বর হবে বলে ঘোষণা করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.