প্রথম পাতা খবর কলকাতা সফরে প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর কড়া ট্রাফিক বিধিনিষেধ শহরে

কলকাতা সফরে প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর কড়া ট্রাফিক বিধিনিষেধ শহরে

66 views
A+A-
Reset

দুর্গাপুজোর ঠিক আগে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে আয়োজিত তিন দিনের ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’-এর উদ্বোধন করবেন তিনি। এই সফরকে ঘিরে শহরে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষণা করেছে কলকাতা পুলিশ।

সময়সীমা

  • ১৪ সেপ্টেম্বর: দুপুর ৩.৩০টা – রাত ৮টা
  • ১৫ সেপ্টেম্বর: সকাল ৭.৩০টা – বিকেল ৪টা
    (প্রয়োজনে সময় আরও বাড়তে পারে, জানিয়েছে পুলিশ কমিশনার মনোজ বর্মা।)

নিষিদ্ধ রুট

  • ১৪ সেপ্টেম্বর:
    রাজভবন দক্ষিণ গেট → আরআর অ্যাভিনিউ → রেড রোড → জে অ্যান্ড এন আইল্যান্ড → মা উড়ালপুল
    এর পাশাপাশি এজেসি বোস উড়ালপুল, হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড থেকেও ভারী গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে না।
  • ১৫ সেপ্টেম্বর:
    রাজভবন দক্ষিণ গেট → আরআর অ্যাভিনিউ → রেড রোড → জে অ্যান্ড এন আইল্যান্ড → ফোর্ট উইলিয়াম পূর্ব গেট → খিদিরপুর রোড
    সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই রাস্তাগুলি ভারী গাড়ির জন্য বন্ধ থাকবে।

অতিরিক্ত নিষেধাজ্ঞা

  • ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত: রাজভবনের চারপাশের রাস্তায় ভারী গাড়ি নিষিদ্ধ।
  • ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত: গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকবে।

পুলিশের বার্তা

অন্যান্য যান চলাচল এবং পার্কিংয়ের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ থাকবে। কোন কোন রাস্তায় বিকল্প রুটে গাড়ি ঘোরানো হবে, তা সংশ্লিষ্ট ট্রাফিক আধিকারিকেরা ওই দিন জানাবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.