প্রথম পাতা খবর বর্ষবরণের রাতে বেপরোয়া উল্লাস! কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ৫৪০

বর্ষবরণের রাতে বেপরোয়া উল্লাস! কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ৫৪০

331 views
A+A-
Reset

কলকাতা: বর্ষবরণের রাতে কলকাতায় গ্রেফতার ৫৪০ জন। বেপরোয়া গতি, হেলমেটহীন চালক। কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার বর্ষবরণের রাতে আইন অমান্য করেছেন মোট ৬৬৪ জন। বড়োদিনেও কলকাতায় গ্রেফতার হন ৩১৪ জন। তবে বর্ষবরণের রাত বড়োদিনের রাতকেও ছাপিয়ে গেল।

আইন অমান্যাকারীদের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিয়েছেন ১৮৭ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আইন ভেঙেছেন ১৭৯ জন। ১৪৮ জনের মাথায় হেলমেট ছিল না। ৯৫ জন সওয়ারি হেলমেট ছাড়া বাইক সফর করেছেন। অন্য ৫৫ জন আরও অন্য উপায়ে ট্রাফিক আইন ভেঙেছেন।

জানা গিয়েছে, কসবা, যাদবপুর, রবীন্দ্র সরণি, বিকে পাল অ্যাভিনিউ, সিআইটি রোড, জে এল সরণি এবং এস এন ব্যানার্জি রোড থেকে সর্বাধিক সংখ্যক আইন ভঙ্গকারীদের গ্রেফতার করেছে পুলিশ। বেহালা-জোকা এলাকায় মত্ত চালকদের সংখ্যা ছিল বেশি।

মধ্যরাতে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তপন চক্রবর্তী নামে এক ট্রাফিক সার্জেন। নাকা চেকিংয়ের সময় বেপরোয়া গতিতে আসা বাইকটিকে থামানোর চেষ্টা করতেই বাইকটি তাঁকে ধাক্কা মেরে চম্পট দেয়। গুরুতর চোট লাগে তাঁর। এ ছাড়াও বর্ষবরণের দিনই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’‌জনের। রবিবার ভোর ৫টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার কালনার বাইগাছি এলাকার ঘটনা। মৃতরা হলেন অমিত মণ্ডল (২৬) এবং রাজ দাস (১৭)। দু’‌জনেরই বাড়ি কালনার বারুইপাড়া এলাকায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.