অফিসটাইমে দক্ষিণ কলকাতার যানজট কমাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। এ জে সি বোস রোড ফ্লাইওভার ও মা উড়ালপুলে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিদিন জোকা, ঠাকুরপুকুর, সরশুনা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, চেতলা, গড়িয়াহাট থেকে সল্টলেক-নিউটাউন অভিমুখে চলা প্রায় ৪০০টি শাটল বাস এই দুই ফ্লাইওভার ব্যবহার করায় তীব্র যানজট তৈরি হচ্ছিল।
লালবাজারের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ১৬ ও ২৬ সিটের এই বাসগুলি ফ্লাইওভারে উঠলে যানবাহনের গতি কমে যাচ্ছিল। বিশেষ করে ‘মা’ ফ্লাইওভারে জরুরি পরিষেবা ছাড়া বাস চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই শাটলগুলি উঠছিল। ফলে কোনও বাস খারাপ হলে দুর্ভোগ আরও বাড়ছিল। পরিস্থিতি সামাল দিতে শাটল বাসের জন্য পৃথক রুট নির্ধারণ করে তা সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন রুট অনুযায়ী, হাওড়া ও বেহালা থেকে আসা বাসগুলি এ জে সি বোস রোড–পার্ক সার্কাস কানেক্টর–বিশ্ব বাংলা সরণি হয়ে বাইপাসে উঠবে। গড়িয়া ও যাদবপুর দিকের বাসগুলির জন্য অজয়নগর লিঙ্ক ও পাটুলি বাইপাস লিঙ্ক নির্দিষ্ট করা হয়েছে। যাত্রীদের আশঙ্কা, এতে অফিস পৌঁছতে ৩০–৩৫ মিনিট দেরি হতে পারে। তবে পুলিশের দাবি, ফ্লাইওভারের গতি স্বাভাবিক হলে সামগ্রিকভাবে শহরের যান চলাচল মসৃণ হবে।