প্রথম পাতা খবর যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্ত কোন পর্যায়ে? জানালেন পুলিশ কমিশনার

যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্ত কোন পর্যায়ে? জানালেন পুলিশ কমিশনার

395 views
A+A-
Reset

কলকাতা: যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় জট খুলবে দ্রুত। এই তদন্ত প্রক্রিয়ায়ও দ্রুত শেষ হবে বলে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী ও দুই পড়ুয়া-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আগেই তাঁর পরিবারকে উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত নিয়ে মুখ খুললেন নগরপাল বিনীত গোয়েল।

রবিবার রেড রোড পরিদর্শনে এসে সংবাদমাধ্যমের সামনে এমন কথাই জানালেন তিনি। অর্থাৎ গোটা ঘটনার রহস্যের জাল যে লালবাজারের হাতে চলে এসেছে সেটা পরোক্ষে বুঝিয়ে দিলেন পুলিশ কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘যাদবপুরের ঘটনায় রবিবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আগে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছিল। উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এক জন ডিসি পদমর্যাদার আধিকারিক সর্ব ক্ষণ তদন্ত প্রক্রিয়ার তদারকি করছেন।ইতিমধ্যে মৃত ছাত্রের ময়নাতদন্ত হয়েছে। তার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। আমরা দ্রুত তদন্ত শেষ করতে পারব বলেই আশা করছি।’’

প্রসঙ্গত, এর আগে সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। এবার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রেফতার হওয়া আরও দুই পড়ুয়ার নাম দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.