কলকাতার কসবা এলাকার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। শনিবার এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। পাঁচ সদস্যের এই টিমের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ শহরতলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল। ইতিমধ্যেই ‘নির্যাতিতা’ ও তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী দল।
ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে— কলেজের প্রাক্তনী তথা অভিযুক্ত মনোজিৎ মিশ্র, দুই ছাত্রনেতা ও কলেজের নিরাপত্তারক্ষী। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, তাঁকে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল কলেজের ইউনিয়ন রুমে। সেখানে এক অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। পাশে উপস্থিত ছিল আরও দুই অভিযুক্ত। পরবর্তী পর্যায়ে তাঁকে গার্ড রুমে নিয়ে গিয়ে ফের নির্যাতন করা হয়। এমনকি সেই সময় তাঁর বিবস্ত্র ভিডিও তুলে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে তা মিলিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে। তদন্ত এগোচ্ছে এ ভাবেই।