প্রথম পাতা খবর বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জের, পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর কলকাতা পুলিশের

বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জের, পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর কলকাতা পুলিশের

364 views
A+A-
Reset

কলকাতা: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। সিপিএম নেতা মহম্মদ সেলিম ওই একই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রচারসভায় গিয়ে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তার পরই জনরোষের মুখে পড়েন তিনি। বিতর্কের জেরে নিজের কথা ফিরিয়ে নিয়ে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হন সাংসদ।

গুজরাতের ভালসাদে নির্বাচনী প্রচারে পরেশ বলেন, “বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। সাধারণ মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশিরা দিল্লির মতো জায়গায় আপনার পাশেই বসবাস শুরু করলে কী হবে? তখন আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? গুজরাতের মানুষ মূল্য়বৃদ্ধি সহ্য করে নেবে, কিন্তু এটা নয়…যে ভাবে তাঁরা কুকথা ব্যবহার করেন, তাঁদের মাঝে থাকতে হলে সাধারণ মানুষকে মুখেও ডায়পার পরতে হবে।”

জানা গিয়েছে, লালবাজারের তরফে অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় অশান্তি সৃষ্টির উস্কানি, ১৫৩এ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার, ১৫৩বি ধারায় ভাষাগত বা জাতিগত গোষ্ঠীর অধিকার অস্বীকার এবং ৫০৪ ধারায় উস্কানির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান করার মামলা রুজু করা হয়েছে।

এর আগে তালতলা থানায় অভিযোগ পত্র জমা দিয়েছিলেন মহম্মদ সেলিম। সেখানে জানান, পরেশ রাওয়ালের বাঙালি বিরোধী মন্তব্যের জেরে দেশের অন্য প্রদেশের মানুষের মধ্যে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি হতে পারে। এই মর্মে তিনি পরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর যথাযথ শাস্তির দাবি জানিয়েছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.