কলকাতা: ট্যাংরায় একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অবশেষে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ঘটনার ৯৯ দিনের মাথায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করা হয়।
চার্জশিটে খুন ও খুনের চেষ্টার ধারায় অভিযুক্ত করা হয়েছে দে পরিবারের দুই ভাই—প্রণয় দে ও প্রসূণ দে-কে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে।
ঘটনার সূত্রপাত ১২ ফেব্রুয়ারি। সেই দিন এম বাইপাসে একটি গাড়ি মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে। গাড়িতে ছিলেন দুই ভাই ও এক নাবালক। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এই দুর্ঘটনার আড়ালে লুকিয়ে ছিল তিনটি খুনের ষড়যন্ত্র।
গোটা শহরকে হতবাক করে দেওয়া সেই ঘটনায় ধীরে ধীরে উদ্ঘাটিত হয় পারিবারিক বিবাদ ও সম্পত্তিগত দ্বন্দ্বের কালো চিত্র।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ, যা আদালতে পেশ করা হবে।