প্রথম পাতা খবর কলকাতায় রাতভর বৃষ্টি, অচল শহর! রেল-রাস্তায় জলজট, মেট্রোতেও বিঘ্ন

কলকাতায় রাতভর বৃষ্টি, অচল শহর! রেল-রাস্তায় জলজট, মেট্রোতেও বিঘ্ন

37 views
A+A-
Reset

রাতভর টানা বৃষ্টিতে কার্যত স্তব্ধ কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে মঙ্গলবার সকালেও। শহরের বহু এলাকা জলমগ্ন, রেল থেকে মেট্রো—সব ক্ষেত্রেই পরিষেবা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে আর নতুন করে বৃষ্টি না হলেও কলকাতার স্বাভাবিক হতে কমপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ।

তিনি জানান, সোমবার রাত থেকে জল নামানোর জন্য গালিপিটগুলি চালু করা হলেও সবকটি এখনও কাজ করছে না। রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ থাকায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি শহরে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ভোর ৫টায় লকগেট খোলা হলেও দুপুর ১২টায় ফের গঙ্গার জোয়ারের কারণে লকগেট বন্ধ করতে হবে। ফলে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভা।

কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, রাতভর ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর ফলে উত্তর কলকাতার কয়েকটি এলাকায় জল নেমে গেলেও বি কে পাল অ্যাভিনিউ, বিটি রোড, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ এবং গার্ডেনরিচ জলমগ্ন রয়ে গিয়েছে।

অন্যদিকে, রেল পরিষেবাও কার্যত বিপর্যস্ত। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে যাওয়ায় সকাল থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ। চক্ররেল পরিষেবাও অচল। একই পরিস্থিতি হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে, লোকাল ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। শিয়ালদহ থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস মঙ্গলবার বাতিল করা হয়েছে।

মেট্রো পরিষেবাতেও দেখা দিয়েছে সমস্যা। জল জমায় পরিষেবা আংশিকভাবে চালু রাখা হয়েছে, তবে তা অনিয়মিত।

দমদম জংশন থেকে একাধিকবার ঘোষণা করা হচ্ছে, কোন ট্রেন কবে আসবে তা নিশ্চিত নয়। বনগাঁ, হাসনাবাদ এবং মেন লাইনের ট্রেন চলাচল অনিয়মিত, অনেক ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ রাখা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দুপুরে ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফলে, প্রবল উদ্বেগে রয়েছে পুরসভা ও রেল কর্তৃপক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.