শনিবার দুপুরে আচমকাই মুষলধারে বৃষ্টি নেমে কলকাতার বিস্তীর্ণ এলাকা ভিজে যায়। বজ্রপাতের সঙ্গে কয়েক মিনিটের প্রবল বৃষ্টিতেই বহু রাস্তায় জল জমে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও জারি রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপরেখা। এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রবল জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা বৃষ্টির পরিস্থিতিকে আরও অনুকূল করেছে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার অর্থাৎ মহালয়ার দিনেও এই পূর্বাভাস বহাল থাকবে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
সবচেয়ে বড় খবর, দুর্গাপুজোর আগে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে থেকেই সেই নিম্নচাপ গভীর হতে পারে। এর ফলে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। বিশেষত নবমী এবং দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।
অর্থাৎ, এবারের পুজোও বৃষ্টিমুখর হওয়ার ইঙ্গিত মিলছে।