প্রথম পাতা খবর টানা চতুর্থ বছর দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, কেন্দ্রের রিপোর্টে উঠে এল সাফল্য

টানা চতুর্থ বছর দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, কেন্দ্রের রিপোর্টে উঠে এল সাফল্য

35 views
A+A-
Reset

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (NCRB)-এর সর্বশেষ রিপোর্টে আবারও প্রমাণিত হল— ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। ২০২৩ সালে কলকাতায় প্রতি লাখে ৮৩.৯টি শাস্তিযোগ্য অপরাধ নথিভুক্ত হয়েছে, যা দেশের ২০ লাখের বেশি জনসংখ্যাবিশিষ্ট ১৯টি শহরের মধ্যে সবচেয়ে কম। টানা চতুর্থ বছর এই সাফল্য ধরে রাখল শহর।

এর বিপরীতে দেশের সবচেয়ে খারাপ চিত্র দেখা গিয়েছে কোচি-তে, যেখানে অপরাধের হার প্রতি লাখে ৩,১৯২.৪। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি (২,১০৫.৩) এবং তৃতীয় স্থানে সুরাট (১,৩৭৭.১)। কলকাতার পর নিরাপত্তার তালিকায় রয়েছে হায়দরাবাদ (৩৩২.৩), পুণে (৩৩৭.১) এবং মুম্বই (৩৫৫.৪)।

অপরাধের হার ক্রমাগত কমছে

  • ২০২৩ সালে কলকাতায় মোট শাস্তিযোগ্য মামলা হয়েছে ১১,৮৪৩, যা ২০২২-এর (১২,২১৩) তুলনায় কম।
  • অপরাধের হার ২০২২ সালে ছিল ৮৬.৫, ২০২১-এ ছিল ১০৩.৫
  • ২০১৬ সালে যেখানে এই হার ছিল ১৫৯.৬, সেখান থেকে ধারাবাহিকভাবে কমছে।

নারীদের বিরুদ্ধে অপরাধও কমেছে

  • ২০২৩ সালে নারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১,৭৪৬টি, যা ২০২২-এর (১,৮৯০) চেয়ে কম।
  • নারীদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি লাখে ২৫.৭, যা চেন্নাই (১৭.৩) ও কোয়ম্বাটুর (২২.৭)-এর পর দেশের তৃতীয় সর্বনিম্ন
  • এ বছর প্রাপ্তবয়স্ক ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ১০টি, যা গত দুই বছরের চেয়ে কম। তবে নাবালিকা ধর্ষণের ঘটনা ১৭২টি

পুলিশের কৃতিত্ব

অতিরিক্ত পুলিশ কমিশনার (II) শুভঙ্কর সিনহা রায় বলেছেন, “পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, অতিরিক্ত জনবল, রাতের টহলদারি এবং নাগরিকদের আইন মানার ইচ্ছাই অপরাধ প্রতিরোধে মূল ভূমিকা নিয়েছে।”

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন, “NCRB-র তথ্য আমাদের দাবিকে প্রমাণ করে দিয়েছে যে কলকাতা নিরাপদ শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জিরো টলারেন্স নীতি মেনে চলার নির্দেশ দিয়েছেন।”

সহিংস অপরাধের চিত্র

যদিও শহরে মোট সহিংস অপরাধ কমেছে, খুনের ঘটনা বেড়েছে।

  • ২০২৩ সালে খুনের ঘটনা ৪৩টি, যা ২০২২ সালে ছিল ৩৪।
  • তবে ২০২১ (৪৫) এবং ২০২০ (৫৩)-এর তুলনায় কম।

জাতীয় প্রেক্ষাপট

  • দেশের গড় শাস্তিযোগ্য অপরাধের হার ৪৩৩, সেখানে বাংলার হার ১৮১.৬
  • পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গিয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) ও মেঘালয় (১০৫.২)।
  • রাজ্যে খুনের ঘটনা হয়েছে ১,৬৮৬টি এবং অপরাধজনিত মৃত্যুর মামলা ২২৪টি

টানা চার বছর ধরে নিরাপত্তার মাপকাঠিতে কলকাতার এই অবস্থান একদিকে যেমন শহরবাসীর আস্থা বাড়াচ্ছে, তেমনই অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাফল্যও তুলে ধরছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.