রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। ধারাবাহিক ভাবে নামছিল পারদ। তবে সেই প্রবণতার মধ্যেই রবিবার হঠাৎই উলটপুরাণ। এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই পারদ চড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের চেয়েও উপরে। যদিও শীত যে এখনই বিদায় নিচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি—স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৭ ডিগ্রি কম। গত মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির ঘরে। তার পর কয়েক দিন ধরে পারদ স্বাভাবিকের নীচেই ছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার সকালে হঠাৎ করেই তা বেড়ে দাঁড়াল ১৫ ডিগ্রিতে।
এদিকে রাজ্য জুড়ে জারি রয়েছে কুয়াশার সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কমবেশি কুয়াশা থাকবে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের কিছু জেলায় পরিস্থিতি আরও গুরুতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে। সকাল পেরিয়ে বেলা পর্যন্ত কুয়াশা বজায় থাকতে পারে বলে পূর্বাভাস।
শনিবারের মতো রবিবারও দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিন ডিগ্রির ঘরে—৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার পারদ নেমেছিল ৬ ডিগ্রিতে। রবিবার সেখানে কিছুটা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বহু এলাকাতেই পারদ বেড়ে ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি কমই থাকবে। আগামী অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় দু’ডিগ্রি নীচে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গেও আগামী সাত দিন রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি কম থাকতে পারে।