মা উড়ালপুল দিয়ে গাড়ি নিয়ে যাবেন? তাহলে কলকাতা পুলিশের এই নতুন নিয়ম অবশ্যই জেনে নিন

কলকাতা: মা উড়ালপুলে যানজট কমাতে এই নয়া উদ্যোগ কলকাতা ট্র্যাফিক পুলিশের। খুব প্রয়োজন ছাড়া কোনও ভাবেই মা ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না। তাহলেই মোটা টাকা ফাইন করবে পুলিশ।

কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে তারা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়। কিংবা ছোটখাটো দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করলে তা আর মানা হবে না। গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা।

ট্র্যাফিক সূত্রে খবর, অনেক সময় দেখা যায়, উড়ালপুলে সামান্য সংঘর্ষের ঘটনায় চালকের রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেন। এর জেরে প্রায়ই যানজট তৈরি হয়। সেই কারণেই ‘শাস্তি’ হিসাবে জরিমানার পথে হাঁটল পুলিশ। কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, মোটরযান বিধির ১৯০ (১) আইন অনুযায়ী, এ সব ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা তার বেশি জরিমানা দিতে হতে পারে।

তবে শুধু মা উড়ালপুল নয়, এজেসি বোস রোডের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের