কলকাতায় আজ সামান্য বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার ভোরে পারদ নেমেছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে। তুলনায় শীতের দাপট কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নিচ্ছে না ঠান্ডা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ জানুয়ারি পর্যন্ত শীতের প্রভাব বজায় থাকবে।
চলতি জানুয়ারির প্রথম সপ্তাহেই ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। আরও দু’দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে একই রকম ঠান্ডা থাকবে। তার পরের দু’দিন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর তিন দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের খুব কম হবে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। আগামী সোমবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে দৃশ্যমানতা নামতে পারে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কঠিন। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে কোচবিহার ও উত্তর দিনাজপুরে ‘শীতল দিন’ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।